Hosteme এ হাই ট্রাফিক বিজনেস ওয়েবসাইট গুলির জন্য প্রিমিয়াম হোস্টিং প্যাকজে তৈরি করা হয়েছে। যা সিপ্যানেল কোন্ট্রোল প্যানেল দ্বারা পরিচালিত এবং লাইটস্পীড এবং ক্লাউডলিনাক্স সফটওয়্যার বিশিষ্ট।
শেয়ার্ড হোস্টিং সার্ভিস এর তুলনায় প্রিমিয়াম সিপ্যানেল হোস্টিং এ আপনি তুলনামূলক বেশি সুবিধা এবং ফিচার পাবেন। তবে এক্ষেত্রে আপনার হোস্টিং খরচ বেড়ে যাবে। এছাড়াও আপনি যদি ইতোমধ্যে শেয়ার্ড হোস্টিং ব্যাবহার করে থাকেন তাহলে সেটা প্রিমিয়াম হোস্টিং এ সহজেই আপগ্রেড করে নিতে পারবেন।