ভিপিএস (VPS) হোস্টিং বলতে আমরা কী বুঝি? মনে করুন, আপনার একটি বিল্ডিং এ অনেক গুলো রুম রয়েছে। ঠিক সেই ভাবে এই প্রকারের হোস্টিং সার্ভার গুলো ভাগ করা হয়। যেখানে আপনার কিনে নেওয়া রুম শুধু আপনার, সেভাবে v.p.s সার্ভারে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের অধিকার থাকবে। এখানে আপনি যে ভাগ কিনে নিবেন সেটা শুধু আপনি নিজে ব্যবহার করতে পারবেন।
এটা প্রাইভেট ওয়েব সার্ভারের মতো। যার কারণে এই হোস্টিং গুলো অনেক দ্রুত কাজ করে। এবং ভিজিটর্স বা ট্রাফিক থাকার জন্য বেশ লাভজনক বলে বলা হয়। Hostme এ ভিপিএস সার্ভার এর সাথে আপনি ফ্রি cPanel WHM প্যানেল পাবেন; যা ওয়েবসাইট ম্যানেজমেন্ট আরো সহজ করে তুলবে।