Knowledgebase

ভিপিএস সার্ভার হোস্টিং কি? Print

  • ভিপিএস সার্ভার হোস্টিং কি?
  • 0

 

 

ভিপিএস (VPS) হোস্টিং বলতে আমরা কী বুঝি? মনে করুন, আপনার একটি বিল্ডিং এ অনেক গুলো রুম রয়েছে। ঠিক সেই ভাবে এই প্রকারের হোস্টিং সার্ভার গুলো ভাগ করা হয়। যেখানে আপনার কিনে নেওয়া রুম শুধু আপনার, সেভাবে v.p.s সার্ভারে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের অধিকার থাকবে। এখানে আপনি যে ভাগ কিনে নিবেন সেটা শুধু আপনি নিজে ব্যবহার করতে পারবেন।

এটা প্রাইভেট ওয়েব সার্ভারের মতো।  যার কারণে এই হোস্টিং গুলো অনেক দ্রুত কাজ করে। এবং ভিজিটর্স বা ট্রাফিক থাকার জন্য বেশ লাভজনক বলে বলা হয়। Hostme এ ভিপিএস সার্ভার এর সাথে আপনি ফ্রি cPanel WHM প্যানেল পাবেন; যা ওয়েবসাইট ম্যানেজমেন্ট আরো সহজ করে তুলবে।


Was this answer helpful?

Related Articles

ওয়েব হোস্টিং আসলে কি? হোস্টিং হলো এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইট ইন্টারনেট এ চালু করতে পারেন।... শেয়ার্ড হোস্টিং কি? ওয়েব হোস্টিং কে সাধারণত শেয়ার্ড হোস্টিং বলা হয়। মানে একটি ওয়েব সার্ভার অনেক গুলো ওয়েবসাইট শেয়ার... প্রিমিয়াম হোস্টিং কি?   Hosteme এ হাই ট্রাফিক বিজনেস ওয়েবসাইট গুলির জন্য প্রিমিয়াম হোস্টিং প্যাকজে তৈরি করা হয়েছে।... রিসেলার হোস্টিং কি? রিসেলার হোস্টিং অনেকটা শেয়ার্ড হোস্টিং এর মতই। বিভিন্ন হোস্টিং প্রোভাইডার এর কাছে থেকে কিনে যারা... আমি ইতোমধ্যে অন্য প্রোভাইডার ব্যবহার করছি.. ????️ আপনি যদি ইতোমধ্যে অন্য কোন হোস্টিং প্রোভাইডার এর সার্ভিস বা সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে খুব...
« Back