আপনি যদি ইতোমধ্যে অন্য কোন হোস্টিং প্রোভাইডার এর সার্ভিস বা সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই আপনি তা Hosteme এ মাইগ্রেট করে নিতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলায় পরতে হবে না। আপনি শুধু মাত্র Hosteme এর যেকোন হোস্টিং সার্ভিস অর্ডর করার পর একটি সাপোর্ট টিকেট অপেন করবেন এবং আমাদের টেক টিম আপনার পূর্ববর্তী ওয়েবসাইট ট্রান্সফার করে দেবে, কোন ডাটা লস ছাড়াই।