Knowledgebase

ডোমেইন বলতে কি বোঝায়? Print

  • ডোমেইন বলতে কি বোঝায়?
  • 0

প্রতিটা ওয়েবসাইট একটি ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে এবং একটি Domain সেই ওয়েবসাইটের সার্ভারের IP address ঠিকানায় পয়েন্ট করা থাকে। এতে যখন কেউ ওয়েবসাইটের নাম লিখে ওয়েব ব্রাউজারে সার্চ করলে তখন ডোমেইন নামের মাধ্যমে ওয়েবসাইটটি তার সার্ভারের IP address কে পয়েন্ট করে। যার ফলে ডোমেইন দ্বারা সার্চ করা ওয়েবসাইটটি সহজে খুঁজে পাওয়া যায়।


Was this answer helpful?
« Back