আপনার ডিভাইসে সাইট না আসার কিছু কারণ থাকতে পারে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।
১/ প্রথমে চেক করুন আপনার ডোমেইন এ আপনার সঠিক নেইমসার্ভার ব্যবহার করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে নেইমসার্ভার আপডেট করে নিন।
২/ নেইমসার্ভার চেন্জ করার পরের যদি সাইট না আসে তাহলে কিছু সময় অপেক্ষা করুন। কারণ DNS প্রোপাগেট হতে কিছু সময় লাগতে পারে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে DNS প্রোগাগেট হয়ে যায়। DNS প্রোগাগেট হয়েছে কিনা চেক করতে নিচের লিংকটি ব্যবহার করতে পারেন।
৩/ নেইমসার্ভার প্রোগাগেট হওয়ার পরেও যদি আপনার ওয়েবসাইট না আসে তখন আপনার ডিভাইসে VPN কানেক্ট করে তারপর আপনার সাইট ভিজিট করবেন। যদি তখন সাইট আসে তাহলে আমাদের লাইভ চ্যাটে বা একটি টিকিট ওপেন করে সেখানে আপনার আইপি এড্রেস এবং আপনি আমাদের কোন ওয়েব সার্ভার ব্যবহার করেন সেটা উল্লেখ করবেন।
৪/ আপনার আইপি আনব্লক করে আপনাকে জানানো হবে তখন আপনার ব্রাউজার এর ক্যাশ মেমোরি ডিলিট করে তারপর আপনার ওয়েবসাইট ভিজিট করবেন। ধন্যবাদ।